- ১৩ অক্টোবর, ২০২৫
এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জাতীয় দল সোমবার (১৮ আগস্ট) ভিয়েতনামে বাহরাইনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে। ম্যাচটি শেষ হয়েছে ১-০ ব্যবধানে বাংলাদেশের পরাজয়ে। সাইফুল বারী টিটুর শিষ্যরা মাঠে আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোভাব দেখিয়েছে।
এই ম্যাচে অভিষেক হয়েছে প্রবাসী ফুটবলার জায়ান আহমেদের। ম্যাচ শেষে জায়ান বলেন, "আমরা ভালো খেলেছি। তিন-চারটি স্পষ্ট সুযোগ তৈরি করেছি এবং খেলা ছিল সমান সমান।" নিজের পারফরম্যান্সকে ১০-এর মধ্যে ৭.৫ এবং পুরো দলের পারফরম্যান্সকে ৮ রেটিং দিয়েছেন তিনি।
জায়ান আরও জানান, "আমাদের স্কোয়াড ভারসাম্যপূর্ণ এবং সবাই কঠোর পরিশ্রম করছে। এখান থেকেই আমরা আরও ভালো ফলাফল আশা করতে পারি।"
আগামী ৩, ৬ ও ৯ সেপ্টেম্বর থেকে মূল প্রতিযোগিতা শুরু হবে। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্সআপ আগামী বছরের মূল আসরে জায়গা করে নেবে।