Monday, January 19, 2026

এএফকনের উদ্বোধনী ম্যাচে স্বস্তির জয় মরক্কোর


ছবি: ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ ‘এ’ ম্যাচে কমোরোসের বিপক্ষে দুর্দান্ত ওভারহেড কিক গোল করার পর উদ্‌যাপন করছেন মরক্কোর ফরোয়ার্ড আইয়ুব এল কাবি (সংগৃহীত । আল জাজিরা । পল এলিস/এএফপি)

স্টাফ রিপোর্ট: PNN 

আফ্রিকা কাপ অব নেশনসের (এএফকন) স্বাগতিক মরক্কো টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত কমোরোসকে ২–০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে। রোববার রাতে রাজধানী রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল করেন ব্রাহিম দিয়াজ ও বদলি নামা আইয়ুব এল কাবি।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে কমোরোসের চেয়ে অনেক এগিয়ে থাকা মরক্কোর কাছে সহজ জয় প্রত্যাশা করা হলেও শুরু থেকেই তা বাস্তবে রূপ নেয়নি। বৃষ্টিভেজা মাঠে বলের দখল রাখলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। এমনকি ম্যাচের ১১ মিনিটে পাওয়া একটি পেনাল্টিও কাজে লাগাতে ব্যর্থ হন সুফিয়ান রাহিমি। তার নেওয়া শটটি সরাসরি গোলরক্ষক ইয়ানিক পান্দরের হাঁটুতে লেগে ফিরে আসে।

অবশেষে ৫৫ মিনিটে অচলাবস্থা ভাঙে। বল মাঠের বাইরে যেতে না দিয়ে দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে রেখে নুসাইর মাজরাউই পাস বাড়ান ব্রাহিম দিয়াজের দিকে। সুযোগ কাজে লাগিয়ে সহজ শটে দলকে এগিয়ে দেন দিয়াজ।

এরপর ৭৪ মিনিটে বদলি হিসেবে নামার মাত্র ১০ মিনিটের মাথায় দর্শনীয় বাইসাইকেল কিকে ব্যবধান দ্বিগুণ করেন আইয়ুব এল কাবি। এই গোলেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু এবং কমোরোসের পান্দর দুই গোলরক্ষকই ম্যাচে গুরুত্বপূর্ণ কিছু সেভ করেন। বিশেষ করে পান্দরের কয়েকটি সেভে বড় ব্যবধানে হার এড়াতে পারে কমোরোস। তবে দিয়াজের গোলের চার মিনিট পর কমোরোস সমতায় ফেরার সুযোগ পেলেও রাফিকি সাইদের শট বুনুর কাছেই ধরা পড়ে।

ম্যাচ শেষে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন, “উদ্বোধনী ম্যাচ সব সময়ই কঠিন হয়। তবে দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের খেলাটা খেলতে পেরেছি।”

এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা জয়ের রেকর্ড আরও বাড়াল মরক্কো। এটি তাদের ১৯তম ধারাবাহিক জয়, যা একটি জাতীয় দলের জন্য নতুন মাইলফলক।

তবে ম্যাচে কিছুটা দুশ্চিন্তাও আছে স্বাগতিক শিবিরে। দলের অধিনায়ক রোমাঁ সাইস ১৮ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন। দীর্ঘদিন চোট কাটিয়ে ফেরা এই ডিফেন্ডারের অবস্থা নিয়ে শঙ্কা রয়েছে।

গ্রুপ ‘এ’-এর পরের ম্যাচে সোমবার কাসাব্লাঙ্কায় মুখোমুখি হবে মালি ও জাম্বিয়া। একই দিনে গ্রুপ ‘বি’-তে অ্যাঙ্গোলা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আর আগাদিরে মিসরের জার্সিতে মাঠে নামবেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন