Monday, October 13, 2025

ডনবাসে অগ্রগতি, তেল সরবরাহে সংকট: রাশিয়া-ইউক্রেন সংঘাতে নতুন উত্তেজনা


ছবিঃ রাশিয়ার রোস্তভ অঞ্চলে সম্রাট আলেকজান্ডার তৃতীয়ের নামে ডন কসাক ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা এবং কসাক সম্প্রদায়ের সদস্যরা সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে। (সংগৃহীত । সের্গেই পিভোভারভ/রয়টার্স )

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুসিন ইয়ার, ভলোদিমিরিভকা ও কাতেরিনিভকা বসতি দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যেই ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের উনেচায় অবস্থিত একটি জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটে, যা ইউরোপমুখী দুরুজবা তেল পাইপলাইনের সঙ্গে সংযুক্ত। এতে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় রুশ তেল সরবরাহ কমপক্ষে পাঁচ দিনের জন্য বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ডনবাসের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরে এদিকে পানির সংকট চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা ট্যাংকার ট্রাকে করে আনা পানি সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন।

কূটনৈতিক অঙ্গনে নতুন চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অন্যদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সব আলোচনায় “না” বলছেন।

মিনস্কে আসন্ন যৌথ সামরিক মহড়া ঘিরে ইউক্রেন প্রতিবেশী বেলারুশকে উসকানি না দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এসব অভিযোগকে “পুরোপুরি ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে ইতালির একটি আপিল আদালত নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলার অভিযোগে আটক এক ইউক্রেনীয় নাগরিকের গ্রেপ্তার বহাল রেখেছে। অভিযুক্ত ব্যক্তি জার্মানিতে প্রত্যর্পণ হতে অস্বীকৃতি জানিয়েছেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন