Tuesday, October 14, 2025

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অভিযানে গ্রেপ্তার ও আহত বহু ফিলিস্তিনি


ছবি; দখলকৃত পশ্চিম তীরের নাবলুসে অভিযানের সময় অবস্থান নেয় ইসরায়েলি সেনারা, ২৭ আগস্ট ২০২৫ (সংগৃহীত । জাফার আসতিয়ে । এএফপি )

দখলকৃত পশ্চিম তীরে আবারও ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। রবিবার রাতে শুরু হওয়া এসব অভিযানে বেথলেহেম, হেবরন, নাবলুস ও রামাল্লাহ শহরে অভিযান ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, ইয়াবাদ শহরে এক শিশু ও এক যুবকসহ একাধিক মানুষকে আটক করা হয়েছে। এছাড়া, বেইত ফাজ্জার শহরে ৩৭ বছর বয়সী এক ব্যক্তি এবং রামাল্লাহর নিলিন এলাকায় ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে সেনারা।

রামাল্লাহ ও আল-বিরেহ গভর্নরেটেও একাধিক অভিযান চালানো হয়। কয়েক দিন আগে এই এলাকায় দীর্ঘস্থায়ী অভিযানে অন্তত ৫৮ জন আহত হয়েছিলেন।

এদিকে হেবরনের দক্ষিণে প্রচণ্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওয়াফার তথ্য অনুযায়ী, গুলিতে পাঁচ ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে একজন কিশোরীও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া নাবলুসের সাররা ও সেবাস্তিয়া এলাকায়ও গুলি চালায় ইসরায়েলি সেনারা, যদিও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, মাসাফের ইয়াত্তার খাল্লেত আল-দাবা গ্রামে ইসরায়েলি বসতকারীদের হামলায় এক ফিলিস্তিনি দম্পতি আহত হয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন