Tuesday, October 14, 2025

দিল্লি টেস্টে ভারতের দাপুটে জয়, ২–০ ব্যবধানে সিরিজ জিতল শুভমান গিলের দল


ফাইল ছবিঃ ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল (সংগৃহীত)

PNN স্পোর্টস ডেস্ক:

দিল্লি টেস্টে জয় তুলে নিয়েছে ভারত, ৭ উইকেটে। ১২১ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভারত ৫৮ রানেই জয় নিশ্চিত করে ফেলল। যদিও জয় অর্জনের পথে আরও ২ উইকেট হারাতে হয়েছে ভারতকে, তবুও কোনো সমস্যা হয়নি তাদের।

চতুর্থ দিনের খেলা শেষে ১ উইকেটে ৬৩ রানে অবস্থান করছিল ভারত, যেখানে লোকেশ রাহুল ৫৮ রান করে অপরাজিত ছিলেন এবং সাই সুদর্শন ৩৯ রান করে ক্রিজে ছিলেন। পঞ্চম দিন ৫৮ রান নিয়ে শুধু আনুষ্ঠানিকতা পূরণ করল ভারত, তবে পথে হারাতে হয় সুদর্শন ও অধিনায়ক শুবমান গিলকে।

রোস্টন চেজের বলে সুদর্শন স্লিপে শাই হোপের দুর্দান্ত ক্যাচে আউট হন ৩৯ রানে, তারপর গিল ১৩ রান করে আকাশে ক্যাচ তুলে আউট হন। এর পরও রাহুল এক প্রান্তে অবিচল থাকেন এবং ভারতের জয় নিশ্চিত করেন।

এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজ জয়, কারণ এটি ছিল শুভমান গিলের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টানা ১০ম সিরিজ জয় নিশ্চিত হল। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ১৪০ রানে পরাজিত হয়েছিল, তবে দিল্লিতে তারা ভালো পারফর্ম করেছে। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল ও শাই হোপ সেঞ্চুরি করলেও, তারা বড় লক্ষ্য দিতে পারল না।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫১৮/৫ ডিক্লেয়ার ও ১২৪/৩ (রাহুল ৫৮*, সুদর্শন ৩৯; চেজ ২/৩৬, ওয়ারিক্যান ১/৩৯)।
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮ ও ৩৯০।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ভারত ২–0 এ সিরিজ জিতল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন