- ১৩ অক্টোবর, ২০২৫
দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে একসঙ্গে তিনজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিটকে গেছেন। চোটের কারণে দুই অলরাউন্ডার মিচেল ওয়েন ও ম্যাট শর্ট এবং পেসার ল্যান্স মরিস ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন। এছাড়া, চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারবেন না ওয়েন।
গত মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পেসার কাগিসো রাবাদার বল ওয়েনের হেলমেটে আঘাত করে। মাঠে কনকাশন পরীক্ষা অতিক্রম করেও তিনি ব্যাটিং চালিয়েছিলেন, তবে পরে কনকাশনের কিছু লক্ষণ দেখা যায়। ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘কনকাশন প্রোটোকল’ অনুযায়ী ওয়েনকে এখন ১২ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পিঠের ব্যথায় ভুগছেন পেসার ল্যান্স মরিস, আর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সাইড স্ট্রেইন চোটে ভুগছেন ম্যাট শর্ট। ওয়ানডে স্কোয়াডে মরিস ও শর্টের স্থলে নেওয়া হয়েছে অ্যারন হার্ডি ও ম্যাট কুনেম্যানকে। এছাড়া অসুস্থতার কারণে জশ ইংলিসের জায়গায় দলে এসেছে অ্যালেক্স ক্যারি।
অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় রয়েছে। শনিবার কেয়ার্নসে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ আগস্ট থেকে কেয়ার্নস ও ম্যাকায়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।