Tuesday, October 14, 2025

চার দশকের সংঘাত শেষে পিকেকে'র অস্ত্র সমর্পণ, তুরস্কে নতুন যুগের ঘোষণা এরদোয়ানের


ছবিঃ পিকেকে'র অস্ত্র সমর্পণ (সংগৃহীত । আল জাজিরা)

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান ঘোষণা করেছেন যে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) চার দশকের সশস্ত্র সংঘাতের পর তাদের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করায় দেশ এক নতুন যুগে প্রবেশ করেছে। এই দীর্ঘ যুদ্ধে ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

শনিবার তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একেপি)-এর এক সমাবেশে দেওয়া বক্তৃতায় এরদোয়ান বলেন, ‘সন্ত্রাসবাদের অভিশাপ অবসানের প্রক্রিয়ায় প্রবেশ করেছে।’ তিনি আরও বলেন, ‘কয়েক দশকের শোক, কান্না ও দুর্দশার অবসান হয়েছে। তুরস্ক গতকাল থেকেই সেই অধ্যায় বন্ধ করে দিয়েছে।’

এই প্রতীকী পদক্ষেপের অংশ হিসেবে শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলের সুলাইমানিয়ায় একটি গুহার ভেতরে ৩০ জন পিকেকে সদস্য তাদের অস্ত্র আগুনে পুড়িয়ে দেন। ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিশ অঞ্চলের দুকান শহরে অবস্থিত জাসানা গুহায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে, পিকেকে'র জ্যেষ্ঠ নেত্রী বেসে হোজাত একটি বিবৃতি পাঠ করেন। তিনি বলেন, ‘আমরা স্বেচ্ছায় আমাদের অস্ত্র ধ্বংস করছি, এটি আমাদের সদিচ্ছা ও সংকল্পের একটি পদক্ষেপ।’

১৯৮৪ সাল থেকে পিকেকে তুরস্কের রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাতে লিপ্ত ছিল। চলতি বছরের মে মাসে, তাদের দীর্ঘ কারাবন্দি নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানের পর গ্রুপটি নিরস্ত্রীকরণ ও বিলুপ্তির সিদ্ধান্ত নেয়। চলতি সপ্তাহের শুরুতে রেকর্ড করা একটি ভিডিওতে ওজালান এই পদক্ষেপকে ‘সশস্ত্র সংঘাতের পর্যায় থেকে গণতান্ত্রিক রাজনীতি ও আইনের পর্যায়ে একটি স্বেচ্ছামূলক রূপান্তর’ বলে অভিহিত করেন এবং এটিকে একটি ‘ঐতিহাসিক অর্জন’ বলে উল্লেখ করেন। ১৯৯৯ সাল থেকে কারাবন্দি থাকা সত্ত্বেও ওজালান গোষ্ঠীটির জন্য একজন প্রতীকী ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন।

এই সংঘাতের অবসান তুরস্কের জন্য ব্যাপক সুফল বয়ে আনতে পারে। তবে এর আঞ্চলিক প্রভাবও থাকতে পারে, বিশেষ করে প্রতিবেশী সিরিয়ার সঙ্গে, যেখানে যুক্তরাষ্ট্র সিরিয়ান কুর্দি বাহিনীর মিত্র, যাদেরকে তুরস্ক পিকেকে’র একটি শাখা হিসেবে দেখে। দেশীয় রাজনীতিতে, তুরস্কের কুর্দিপন্থী ডিইএম পার্টি, পিকেকে এবং ওজালান এরদোয়ান সরকারের প্রতি কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আরও বেশি অধিকারের দাবি জানিয়েছেন।

আরও নিরস্ত্রীকরণের পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে, যার জন্য তুরস্ক, ইরাক এবং ইরাকের কুর্দি আঞ্চলিক সরকারের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন