- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দেশের ক্রিকেট প্রাথমিক পরিচালকদের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত চলবে নির্বাচন। বর্তমান সভাপতি আমিনুল ইসলামসহ অনেকেই ইতিমধ্যে ভোট প্রদান করেছেন।
জেলা ও বিভাগ থেকে ১০ পরিচালকের মধ্যে ৮ জন প্রায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ক্লাব ক্যাটাগরিতেও প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত। ক্যাটাগরি–৩-এর ভোটে মুখোমুখি খালেদ মাসুদ ও দেবব্রত পাল, তবে মাসুদের জয় সম্ভবত নিশ্চিত।
নেতৃত্ব ইতিমধ্যেই সভাপতি আমিনুল ইসলাম এবং একজন সহসভাপতি নাজমূল আবেদীন নিশ্চিত করেছেন। তবে দ্বিতীয় সহসভাপতি নির্বাচনে ঝামেলা দেখা দিয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ বিতর্কমুক্ত নন, কেউ আবার বিপিএল ফিক্সিং তদন্তে সংশ্লিষ্ট বা ব্যবসায়িক সুবিধাভোগী হিসাবে সতর্কতার তালিকায় রয়েছে।
নীতিনির্ধারকেরা চেষ্টা করছেন দ্বিতীয় সহসভাপতি পদে এমন একজনকে বাছাই করতে যিনি খেলাধুলার সঙ্গে যুক্ত ও বিতর্কমুক্ত হবেন। যদি কোনো যোগ্য প্রার্থী না পাওয়া যায়, পদটি আপাতত খালি রাখা বা একমাত্র সহসভাপতির সঙ্গে বোর্ড পরিচালনা করার কথাও ভাবা হচ্ছে।
নির্বাচন আজ সন্ধ্যায় শেষ হবে এবং সভাপতি আমিনুল ইসলাম পুনরায় দায়িত্বভার গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।