Tuesday, October 14, 2025

বিপিএল-এ দুর্নীতি ও অব্যবস্থাপনা: তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন বিসিবিতে জমা


ছবিঃ বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (সংগৃহীত)

গত আসরের বিপিএল-এ দুর্নীতি, অব্যবস্থাপনা ও কাঠামোগত ঘাটতি নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়।

বিসিবি থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেদনে যেসব নাম উল্লেখ আছে, তাদের বিরুদ্ধে বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি প্রতিরোধ নীতি এবং দেশের আইন অনুযায়ী প্রক্রিয়া গ্রহণ করা হবে। তবে প্রাথমিক পর্যায়ে স্বচ্ছতা ও সবার অধিকার রক্ষার স্বার্থে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।

বিসিবি আরও জানিয়েছে, প্রতিবেদনটি আন্তর্জাতিক মান ও আইসিসির নির্দেশিকা অনুযায়ী গোপনীয়ভাবে পর্যালোচনা করা হবে। তদন্ত কমিটির সুপারিশগুলো বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সময়মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিক প্রতিবেদনে বিপিএলের ভবিষ্যৎ আসরের নিরাপদ ও স্বচ্ছ আয়োজন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের প্রস্তাব এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্র্যাঞ্চাইজি পরিচালনার কাঠামো উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার শক্তিশালী তদারকি এবং নিরাপত্তা জোরদার করা।

তদন্ত কমিটি আশা করছে, আগামী মাসের শেষ নাগাদ চূড়ান্ত প্রতিবেদন জমা দেবার সময় বিস্তারিত মতামত ও কাঠামোগত সংস্কারের সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। বিসিবি জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন