- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনা ঘোষণা দিয়েছেন, তিনি দেশের বিদ্যুৎ ও প্রশাসনিক সংকটসহ চলমান চ্যালেঞ্জগুলো এক বছরের মধ্যে সমাধান করবেন। তা না পারলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
রাজধানী আনতানানারিভোতে রাষ্ট্রপতির প্রাসাদে আয়োজিত এক উন্মুক্ত সংলাপে তিনি সমর্থক ও বিভিন্ন নাগরিক গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। সেখানে রাজুয়েলিনা বলেন, “আমি প্রশংসা চাই না, চাই সত্য কথা শুনতে। যারা বলেছিল সব ঠিক আছে, তারাই আজকের পরিস্থিতির জন্য দায়ী।”
‘জেন জি মাদা’ নামের তরুণ আন্দোলনকারী সংগঠনটি এই সংলাপে যোগ দিতে অস্বীকৃতি জানায়। তারা জানায়, সরকারের দমননীতি ও মানবাধিকার লঙ্ঘনের কারণে কোনো আলোচনায় তারা অংশ নেবে না। সংগঠনটি বৃহস্পতিবার নতুন বিক্ষোভের আহ্বানও দিয়েছে।
রাজুয়েলিনা বলেন, মাদাগাস্কারের সমস্যাগুলো সহিংসতা নয়, বরং মুক্ত ও আন্তরিক আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। তিনি জানান, চলমান বিদ্যুৎ প্রকল্পগুলো সম্পন্ন হলে জাতীয় গ্রিডে অতিরিক্ত ২৬৫ মেগাওয়াট যুক্ত হবে।
প্রেসিডেন্টের ভাষায়, “আমি প্রতিজ্ঞা করছি—যদি আগামী এক বছরের মধ্যে রাজধানীতে লোডশেডিং বন্ধ না হয়, আমি পদত্যাগ করব।”
গত ২৫ সেপ্টেম্বর থেকে বিদ্যুৎ ও পানি সংকট ঘিরে শুরু হওয়া বিক্ষোভ এখন দুর্নীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে জনরোষে রূপ নিয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট রাজুয়েলিনা তার পুরো মন্ত্রিসভা ভেঙে দেন এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেনা কর্মকর্তা জেনারেল অ্যান্ড্রিয়ানা রাকোতোমানানাকে নিয়োগ দেন। তবে বিক্ষোভকারীরা এই নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ২২ জন বিক্ষোভকারী নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন, যদিও সরকার এই সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করেছে।
রাজধানীর বেশিরভাগ এলাকায় স্বাভাবিক জীবনযাপন চলছে, তবে পুলিশের কঠোর উপস্থিতির কারণে কিছু এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।