- ১৩ অক্টোবর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা: পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়াম ঘোষণা করেছে, তারা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। 
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এক্স “X” (Twitter) প্ল্যাটফর্মে লিখেছেন—“ফিলিস্তিনকে আমরা জাতিসংঘ অধিবেশনে স্বীকৃতি দিব! এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞাও আরোপিত হবে।”
এতে পরিষ্কার করা হয়েছে যে, এই পদক্ষেপ ইতিমধ্যে ইউরোপের বেশ কিছু পশ্চিমা দেশের আহ্বানে সাড়া দিয়ে গৃহীত হচ্ছে। এই সিদ্ধান্ত ত্রুটিহীন নয়—আফনু রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা গাজার মানবিক সংকট, ইসরায়েলের সামরিক অভিযান, এবং সংকট বিবেচনায় নিয়ে এমন উদ্যোগ নিচ্ছে। বেলজিয়াম এই পদক্ষেপকে ইসরায়েলি সরকারকে আন্তর্জাতিক ও মানবিক আইনের আওতায় আনতে চাপ সৃষ্টি করার অংশ হিসেবে দেখছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন—“এটি ইসরায়েলের জনগণকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয়, বরং তাদের সরকারকে আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা দাবি করা আমাদের লক্ষ্য।”