Tuesday, October 14, 2025

বার্বাডোজ টেস্টে কামিন্সের ঐতিহাসিক রেকর্ড


অস্ট্রেলিয়ার বার্বাডোজ টেস্টে ব্যাট হাতে বাজে পারফর্ম করলেও, বল হাতে এক দারুণ ইতিহাস গড়েছেন দলের অধিনায়ক প্যাট কামিন্স অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে উইকেট শিকারের তালিকায় তিনি এখন দ্বিতীয় স্থানে।


প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানে অলআউট করার পথে কামিন্স ৩৪ রানে দুটি উইকেট নেন। এই দুটি উইকেট তাকে অধিনায়ক হিসেবে মোট ১৩৯টি উইকেটে পৌঁছে দিয়েছে। এর মধ্য দিয়ে তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিচি বেনোকে পেছনে ফেলেছেন। বেনো ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে ১৩৮ উইকেট নিয়েছিলেন। কামিন্স বার্বাডোজ টেস্টের দ্বিতীয় দিনে রোস্টন চেজকে আউট করে এই রেকর্ড গড়েন। ২০২১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর এটি তার ২৮তম টেস্ট।


অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় কামিন্সের সামনে এখন কেবল একজনই আছেন: পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। ইমরান ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ৪৮ টেস্টে পাকিস্তানের নেতৃত্ব দেন এবং অধিনায়ক হিসেবে মোট ১৮৭টি উইকেট শিকার করেন। কামিন্সকে এই তালিকার শীর্ষে উঠতে হলে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।


ছবিঃ টেস্ট ক্রিকেটে অসাধারণ রেকর্ড গড়ে ইতিহাস গড়লেন প্যাট কামিন্স (সংগৃহীত। ক্রিক টুডে)

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন