Tuesday, October 14, 2025

বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা বাড়াল ভারত, খুশি দুই দেশের ব্যবসায়ী ও চিকিৎসা খাত


প্রতিকি ছবি: ভিসা (সংগৃহীত)

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসার সংখ্যা বাড়ানো হয়েছে। আজ রোববার (১০ আগস্ট) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

মোদি সরকারের এই ঘোষণায় আনন্দিত হয়েছেন ভারতের হাসপাতাল, হোটেল, পরিবহন এবং ব্যবসা সংশ্লিষ্টরা। করোনা-পরবর্তী সময় ও ২০২৪ সালের আগস্ট থেকে ভিসানীতির জটিলতায় বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল, যা ভারতীয় ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেছিল।

পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। গত এক বছরে এই প্রবাহ প্রায় থমকে যায়। এর ফলে কলকাতার নিউমার্কেট, দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোরের বড় হাসপাতাল, হোটেল, খুচরা ব্যবসা, পরিবহন খাত এবং মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

নতুন সিদ্ধান্তে ভারতীয় ব্যবসায়ীরা আশাবাদী হয়ে উঠেছেন। বিশেষ করে কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ী ও চেন্নাই ও দিল্লির হাসপাতাল কর্তৃপক্ষরা মনে করছেন, বাংলাদেশি রোগী ও পর্যটকরা ফিরে এলে আগের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

হোটেল ব্যবসায়ী, চিকিৎসা খাতের কর্মী, ট্র্যাভেল এজেন্ট, খুচরা পোশাক এবং খাদ্যপণ্য ব্যবসায়ীরাও আশাবাদ ব্যক্ত করেছেন। তারা চান, দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন ব্যবসা-বাণিজ্যে প্রভাব না ফেলুক এবং ধর্ম, রাজনীতি ও সীমান্ত সমস্যা ছাপিয়ে মানবিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হোক।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন