- ১৩ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। লাওসে অনুষ্ঠিত বাছাইপর্ব শেষে সোমবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের সদস্যরা দেশে ফিরে আসেন। পিটার বাটলারের কোচিংয়ে দলটি দারুণ পারফরম্যান্সের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে।
অধিনায়ক আফঈদা খন্দকার বিমানবন্দরে দলকে বরণ করে একবার সাফল্যের পেছনে সবার মিলিত প্রচেষ্টা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতা উল্লেখ করেন। তিনি বলেন, "আমাদের এই সাফল্যের জন্য পুরো দলের কঠোর পরিশ্রম এবং কোচিং স্টাফ ও ফেডারেশনের অবদান অপরিসীম।"
বাছাইপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে শক্তিশালী সূচনা করে। দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে পরাজিত করে নিজেদের অবস্থান আরও মজবুত করে। যদিও শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ ব্যবধানে হার স্বীকার করতে হয়, তবুও সেরা তিন রানার্সআপ হিসেবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ নিশ্চিত করে।
আগামী এপ্রিল মাসে থাইল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ১২ দলের এশিয়ান কাপের মূল টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেবে দক্ষিণ কোরিয়া, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জর্ডান, চীন এবং জাপান।
তবে বিমানবন্দরে বাফুফের পক্ষ থেকে দলকে কোনো সংবর্ধনা প্রদান করা হয়নি। দল ও সমর্থকরা এই সংবর্ধনা না পাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে খেলোয়াড়রা আশাবাদী, ভবিষ্যতে তাদের সাফল্যকে আরও স্বীকৃতি দেবে দেশের সর্বোচ্চ ফুটবল কর্তৃপক্ষ।
বাংলাদেশ নারী ফুটবল বর্তমানে ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি জাতীয় নারী দলও এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবার বাটলারের কোচিংয়ে অনূর্ধ্ব-২০ দল সেই সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে, যা দেশের ফুটবল উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করা হচ্ছে।