- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
৪র্থ দিন শেষে: মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে। জয়ের জন্য আগামীকাল শেষ দিনে স্বাগতিকদের দরকার মাত্র ৪টি উইকেট, আর সফরকারী আয়ারল্যান্ডের চাই আরও ৩৩৩ রান যা টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ার সমতুল্য।
পাহাড়সমান ৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড চতুর্থ দিন শেষ করেছে ৬ উইকেটে ১৭৬ রান তুলে। দিনের শেষে অ্যান্ডি ম্যাকব্রাইন (১১*) এবং কার্টিস ক্যাম্ফার (৩৪*) অবিচল থেকে কিছুটা প্রতিরোধ গড়েছেন।
বাংলাদেশের সফল বোলার তাইজুল ইসলাম আজ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সাকিব আল হাসানকে পেছনে ফেলে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হওয়ার গৌরব অর্জন করেছেন। এখন তার উইকেট সংখ্যা ২৪৭। কাল আরও মাত্র ১টি উইকেট পেলেই তিনি ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন।
আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপে সর্বোচ্চ ৫০ রান করেছেন হ্যারি টেক্টর। টপ অর্ডার ভেঙে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাইজুল (৩/৫৫), যিনি দিনের শুরুতে দুই ওপেনার বলবার্নি ও পল স্টার্লিংকে ফিরিয়ে দেন। স্পিনার মুরাদ হোসেন নিয়েছেন ২টি উইকেট এবং পেসার খালেদ আহমেদ পেয়েছেন ১টি।
১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ দ্রুত রান তোলার মানসিকতা দেখায়। যদিও দিনের শুরুতে সাদমান ইসলাম (৭৮) এবং নাজমুল হোসেন শান্ত (১) দ্রুত আউট হয়ে যান, তবে অভিজ্ঞ মুমিনুল হক এবং মুশফিকুর রহিম জুটি বেঁধে ম্যাচের গতি ধরে রাখেন।মুমিনুল হক ৮৭ রান করে আউট হলে অধিনায়ক ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন। মুশফিকুর রহিম প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৫৩ রানে।
বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ২৯৭ রান তুলে। এর ফলে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রানের, যা টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড (ওয়েস্ট ইন্ডিজের ৪১৮) ভাঙার চেয়েও বেশি।