- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক | PNN
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন ও মানুষের আয়ু ১৫০ বছরে পৌঁছাতে পারে—এমন আলাপচারিতার ভিডিও সরিয়ে নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) আইনি অনুমতি প্রত্যাহার করে ভিডিও মুছে ফেলার দাবি জানায়। সিসিটিভির আইনি দল অভিযোগ করে, রয়টার্স চুক্তির শর্ত ভঙ্গ করেছে এবং ভিডিওটিতে এমন সম্পাদনা করেছে, যা মূল বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার বেইজিংয়ে, যখন পুতিন ও শি জিনপিং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি সামরিক কুচকাওয়াজে যোগ দেন। খোলা মাইকে ধরা পড়ে তাদের আলাপচারিতা। সেখানে পুতিনের দোভাষীকে বলতে শোনা যায়, “বায়োটেকনোলজি উন্নত হচ্ছে। অঙ্গ প্রতিস্থাপন অব্যাহত রাখা সম্ভব, ফলে দীর্ঘায়ু এমনকি অমরত্বও অর্জন করা যেতে পারে।” এর জবাবে শি বলেন, “অনেকে মনে করেন এই শতাব্দীতেই মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত হতে পারে।”
সিসিটিভির ফুটেজ ব্যবহার করে রয়টার্স প্রায় চার মিনিটের একটি ভিডিও তৈরি করে এবং তা বিশ্বজুড়ে এক হাজারেরও বেশি গণমাধ্যমে বিতরণ করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
তবে সিসিটিভির আইনি নোটিশে বলা হয়, এই সম্পাদনা “বক্তব্যের ভুল উপস্থাপন” ঘটিয়েছে, তাই ভিডিও সরিয়ে নেওয়া জরুরি ছিল। শুক্রবার রয়টার্স তাদের ওয়েবসাইট থেকে ভিডিওটি তুলে নেয়।