- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
যুক্তরাষ্ট্রের নেভি সিল টিম–৬ এর সদস্যরা ২০১৯ সালে একটি গোপন অভিযানে উত্তর কোরিয়ার কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছিলেন বলে জানিয়েছে মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, এই মিশনটি তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনেই পরিচালিত হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, অভিযানের উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়ার ভেতরে গোপনে প্রবেশ করে দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর নজরদারির জন্য একটি শ্রবণযন্ত্র বসানো। কিন্তু রাতের আঁধারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় একাধিক ভুলের কারণে স্থানীয় কয়েকজন জেলে মার্কিন সেনাদের সামনে পড়ে যান। তারা তখন সমুদ্রে শামুক ও ঝিনুক সংগ্রহে ব্যস্ত ছিলেন।
এসময় নেভি সিল সদস্যরা গুলি চালিয়ে জেলেদের হত্যা করে এবং পরে লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে। একাধিক সূত্র জানিয়েছে, মৃতদেহ যাতে ভেসে না ওঠে, সেজন্য নৌকার ক্রুদের ফুসফুসে ছুরিকাঘাতও করা হয়েছিল।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, এ তথ্য তারা পেয়েছে সাবেক ও বর্তমান মার্কিন প্রশাসনের কর্মকর্তা, সামরিক সদস্য এবং প্রত্যক্ষ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে। মিশনের গোপনীয়তার কারণে সবাই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। তাদের অনেকে জানান, মার্কিন সেনাদের বিশেষ অভিযানে ব্যর্থতার ঘটনা গোপন রাখা হয়, তাই নৈতিক দায়বোধ থেকেই তারা বিষয়টি প্রকাশ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মিশনের চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, এ ধরনের কোনো অভিযানের বিষয়ে তিনি কিছুই জানেন না।
তথ্যসুত্রঃ আল জাজিরা