Friday, December 5, 2025

৯৫২ গোলের কিংবদন্তি রোনালদো বললেন, “ফুটবলের যাত্রা শীঘ্রই শেষ”


ফাইল ছবিঃ পর্তুগাল ও আল নাসরের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, তাঁর অবসরের সময় খুব দূরে নয়। (সংগৃহীত । কার্লোস রদ্রিগেস/গেটি ইমেজেস)

স্টাফ রিপোর্টার | PNN: 

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন, তিনি খুব শিগগিরই মাঠের বিদায় জানাবেন। ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা বলেছেন, দীর্ঘ গৌরবময় ক্যারিয়ারকে বিদায় জানানো তাঁর জন্য সহজ হবে না, তবে তিনি অনেক আগেই নিজের ভবিষ্যৎ জীবন পরিকল্পনা করে রেখেছেন।

আল নাসরের এই ফরোয়ার্ড বর্তমানে ক্লাব ও দেশের হয়ে সর্বমোট ৯৫২ গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। গত মাসে তিনি বলেছিলেন, ফুটবল ছাড়ার আগে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান।

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে সাক্ষাৎকারে রোনালদো বলেন, “খুব শিগগিরই। আমি জানি এটা খুব কঠিন হবে। কিন্তু আমি অনেক বছর ধরেই এই মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করছি। গোল করার যে রোমাঞ্চ, সেটা আর কোথাও পাব না। তবু জীবনের প্রতিটি জিনিসেরই শুরু ও শেষ আছে।”

তিনি আরও যোগ করেন, “অবসরের পর আমি নিজের ও পরিবারের জন্য আরও সময় দিতে চাই। সন্তানদের সঙ্গে বড় হওয়া—এটাই হবে আমার নতুন জীবন।”

রোনালদো তাঁর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কথাও উল্লেখ করেন, যেখান থেকে তিন বছর আগে তিনি এক অপ্রত্যাশিত পরিস্থিতিতে বিদায় নেন।
তিনি বলেন, “আমি মন থেকে দুঃখিত, কারণ ইউনাইটেড এখনও আমার হৃদয়ের ক্লাব। কিন্তু এখন ক্লাবটির কোনো শক্তিশালী কাঠামো নেই। আশা করি বর্তমান ও ভবিষ্যতে এটা বদলাবে, কারণ তাদের সম্ভাবনা অসাধারণ।”

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে থেকে শেষ করে, যা ১৯৭৩–৭৪ সালের পর তাদের সবচেয়ে খারাপ ফলাফল।

রোনালদো বর্তমান কোচ রুবেন আমোরিমের প্রশংসা করে বলেন, “তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু এখনকার অবস্থায় অলৌকিক কিছু করা অসম্ভব।”

বিশ্লেষকদের মতে, রোনালদোর এই বক্তব্য ফুটবলের এক যুগের শেষের ইঙ্গিত বহন করছে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি ফুটবলার ২০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে শাসন করেছেন এবং তাঁর প্রতিটি গোল, প্রতিটি ট্রফি বিশ্ব ফুটবলে এক অনন্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন