- ১৩ অক্টোবর, ২০২৫
ক্রিশ্চিয়ানো রোনালদো ৪০ বছরে পা দিলেও তার ফুটবল দক্ষতা যেন দিন দিন বাড়ছেই। সর্বশেষ রিও আভার বিরুদ্ধে আল নাসরের হয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে মাঠ মাতিয়েছেন সিআরসেভেন। এই হ্যাটট্রিকের সৌজন্যে আল নাসর প্রীতি ম্যাচে ৪-০ গোলে সহজ জয় তুলে নেয়।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় আল নাসরকে, যদিও প্রথমার্ধে রোনালদোর সুযোগ নষ্টের কারণে গোলের ব্যবধান বড় হয়নি। ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের অসাধারণ অ্যাসিস্টে মোহামেদ সিমাকান আল নাসরকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষদিকে ৪৪ মিনিটে রোনালদো জালে বল জড়িয়ে সমতা আনেন।
দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে পেনাল্টি পাওয়া আল নাসর, যদিও প্রথম পেনাল্টি সাদিও মানে মিস করেন, পরের পেনাল্টিতে নিজের নাম লিখিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ওয়েসলির কাছ থেকে পাওয়া ক্রস থেকে দারুণ হেডে দ্বিতীয় গোলটি করেন তিনি।
এরপর ৫ মিনিট পর পেনাল্টি থেকে তৃতীয় গোল নিশ্চিত করে রোনালদো আবারো নিজের অস্তিত্ব জানান দিয়ে যান। ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হলেও রোনালদোর হ্যাটট্রিক আল নাসরের বড় জয় নিশ্চিত করল।