- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ভেনিজুয়েলার গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য ভূমিকা রাখার জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নরওয়েজিয়ান নোবেল কমিটি এ ঘোষণা দেয়।
নোবেল কমিটি জানিয়েছে, “ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরশাসন থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে উত্তরণের সংগ্রামে অবিচল ভূমিকার জন্য মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে।”
২০২৪ সালের ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও মাচাদোকে প্রতিদ্বন্দ্বিতা থেকে অযোগ্য ঘোষণা করে মাদুরো সরকার। পরে তিনি বিকল্প প্রার্থী এডমুন্ডো গনসালেস উরুতিয়াকে সমর্থন দেন। নির্বাচনে নিকোলাস মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার দাবি করেন, তবে বিরোধীরা ফলাফল জালিয়াতি বলে অভিযোগ তোলে। তাদের দাবি অনুযায়ী, গনসালেসই ছিলেন প্রকৃত বিজয়ী।
নির্বাচনের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে মাদুরো সরকার কঠোর দমননীতি গ্রহণ করে, শতাধিক বিরোধী নেতা ও কর্মীকে আটক করে। এ সময় মাচাদোকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকতে বাধ্য হন।
নোবেল কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াটনে ফ্রিডনেস বলেন, “যখন স্বৈরাচার ক্ষমতা দখল করে, তখন স্বাধীনতার সাহসী রক্ষকদের স্বীকৃতি দেওয়া মানবতার দায়িত্ব। মাচাদোর সাহস ও দৃঢ়তা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে।”
এর আগে ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের সংগঠন ‘নিহন হিদানকিয়ো’ যারা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করছে।
মাচাদোর নোবেল জয় ভেনিজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন আশার আলো জ্বালিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।