- ১৩ অক্টোবর, ২০২৫
সুয়েজ উপসাগরে মঙ্গলবার রাতে 'অ্যাডাম মেরিন ১২' নামের একটি তেল খননকারী বার্জ ডুবে গেছে। এই ঘটনায় কমপক্ষে চারজন ক্রু সদস্য নিহত এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন। মিশর সরকার বুধবার নিশ্চিত করেছে যে, জেবেল এল-জেইত এলাকায় ঘটা এই দুর্ঘটনায় ২২ জন আহত হয়েছেন।
জানা গেছে, বার্জটি একটি নতুন স্থানে টেনে নিয়ে যাওয়ার সময় উল্টে যায়। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে চারজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বাকি ১৮ জনকে অ্যাম্বুলেন্সে করে স্থানান্তরিত করা হয়েছে।
পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী করিম বাদাওয়ি বুধবার হুরগাদার এল গুনা হাসপাতালে আহতদের দেখতে যান। তার সাথে ছিলেন শ্রমমন্ত্রী মোহাম্মদ জিবরান এবং রেড সি-এর গভর্নর আমর হানফি। হানফি জানিয়েছেন, মিশরীয় নৌবাহিনীর জাহাজ নিখোঁজ ক্রু সদস্যদের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
জেবেল এল-জেইত সুয়েজ খাল থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দক্ষিণে অবস্থিত মিশরের একটি গুরুত্বপূর্ণ তেল উৎপাদন কেন্দ্র।