Tuesday, October 14, 2025

রাশিয়ার তেল কেনা নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েন; ৫০% শুল্কের কবলে ভারতীয় টেক্সটাইল ও গয়না


ছবিঃ ভারত ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার প্রেক্ষিতে দেশটির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের মোট আমদানি শুল্ক বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশে—যা দেশটির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ হার। নতুন শুল্কহার কার্যকর হবে আগামী ২৭ আগস্ট থেকে।

বুধবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া থেকে আমদানির বিষয়ে তাদের অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে আগেই স্পষ্ট করা হয়েছে। বিবৃতিতে এ শুল্ককে “অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” হিসেবে উল্লেখ করে বলা হয়, “নিজস্ব জাতীয় স্বার্থে যেসব পদক্ষেপ অন্য দেশগুলোও নিচ্ছে, সেজন্য কেবল ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ অত্যন্ত দুঃখজনক। ভারত জাতীয় স্বার্থ রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্য চলমান হুমকি তৈরি করছে। ভারতের রুশ তেল আমদানি যুক্তরাষ্ট্রের রাশিয়া-বিরোধী প্রচেষ্টাকে দুর্বল করছে বলেও তারা অভিযোগ করেছে।

বর্তমানে ভারতের মোট তেল আমদানির প্রায় ৩৫ শতাংশই আসে রাশিয়া থেকে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ভারত দৈনিক প্রায় ১৭ লাখ ৫০ হাজার ব্যারেল রুশ তেল কিনেছে।

নতুন শুল্ক আরোপের ফলে টেক্সটাইল, রত্ন ও গয়না, অটো পার্টস, এবং সামুদ্রিক খাদ্যের মতো ভারতের গুরুত্বপূর্ণ রপ্তানি খাতগুলো বড় ধাক্কা খাবে। তবে আপাতত ইলেকট্রনিক পণ্য (যেমন আইফোন) ও ওষুধ শিল্প শুল্কমুক্ত থাকবে। ভারতের রপ্তানি সংস্থা এ সিদ্ধান্তকে “অত্যন্ত বিস্ময়কর” বলে অভিহিত করেছে এবং জানিয়েছে, এতে যুক্তরাষ্ট্রে ভারতের মোট রপ্তানির ৫৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন বাড়িয়ে দিলো, যদিও অতীতে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে অপরকে বন্ধু হিসেবে উল্লেখ করেছেন এবং যৌথ জনসভায় অংশ নিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অন্যান্য দেশগুলোর জন্যও একটি সতর্কবার্তা, যেগুলো রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন