- ০৪ ডিসেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ক্রমবর্ধমান বসতিবাসীদের হামলার ঘটনায় বিরল এক প্রকাশ্য নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং দেশটির সেনাপ্রধান আইয়াল জামির। সাম্প্রতিক সহিংসতায় ফিলিস্তিনিদের বাড়িঘর, যানবাহন ও ধর্মীয় স্থাপনা টার্গেট করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার হারজগ হামলাগুলোকে “অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়” বলে মন্তব্য করেন। তিনি বলেন, “কিছু সংখ্যক মানুষের এই কর্মকাণ্ড রাষ্ট্রীয় সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রের সব সংস্থাকে অবিলম্বে এই প্রবণতা দমন করতে হবে।”
এদিকে বৃহস্পতিবার দখলকৃত সালফিত অঞ্চলের একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি বসতিবাসীরা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, দুর্বৃত্তরা মসজিদের প্রবেশপথে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগায় এবং দেয়ালে বর্ণবাদী মন্তব্য লিখে রেখে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।
এর আগে মঙ্গলবার মুখোশধারী একদল বসতিবাসী পশ্চিম তীরের একাধিক গ্রামে হামলা চালায়। তারা ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে আগুন দেয় এবং পরবর্তীতে ইসরায়েলি সেনাদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সেনাপ্রধান আইয়াল জামির বলেন, “সম্প্রতি ইসরায়েলি নাগরিকদের দ্বারা সংঘটিত সহিংস কর্মকাণ্ড আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এই ধরনের অপরাধমূলক আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পশ্চিম তীরে বসতিবাসীদের সহিংসতা গাজা উপত্যকায় শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তিনি কানাডায় অনুষ্ঠিত জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের জানান, “আমরা আশা করি এই সহিংসতা ছড়িয়ে পড়বে না। যুক্তরাষ্ট্র তা ঠেকাতে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে।”
গত মাসে ইসরায়েলি বাহিনী ও বসতিবাসীরা পশ্চিম তীরে ২,৩৫০টি হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপনিবেশ প্রতিরোধ কমিশন (CRRC)। সংস্থার প্রধান মুয়াইয়্যাদ শা’বান জানান, এসব হামলার মধ্যে ছিল শারীরিক নির্যাতন, ঘরবাড়ি ধ্বংস, কৃষিজমি দখল এবং শত শত জলপাই গাছ উপড়ে ফেলা।
ইসরায়েলি মানবাধিকার সংস্থা ‘বেতসেলেম’ জানিয়েছে, বসতিবাসীরা প্রতিদিনই ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে—এর মধ্যে রয়েছে গুলি, মারধর, কৃষিজমি পোড়ানো, ফসল নষ্ট করা, রাস্তা বন্ধ করে দেওয়া ও বাড়িঘর ভাঙচুর।
আন্তর্জাতিক আইনে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ। তবু বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় সাত লাখ ইসরায়েলি ২৫০টিরও বেশি বসতি ও আউটপোস্টে বসবাস করছে। অধিকাংশ বসতি ফিলিস্তিনি গ্রাম ও শহরের কাছাকাছি হওয়ায় স্থানীয়দের চলাচল, কৃষিকাজ ও জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
সাম্প্রতিক এই সহিংসতা আবারও স্পষ্ট করে দিয়েছে যে, দখলকৃত ভূমিতে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি।