- ০৪ ডিসেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক। PNN
ইরানীয় কর্মকর্তারা দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর মনোভাব অবলম্বন করছে, যার কারণে কোনো আলোচনার সম্ভাবনা ধূসর হয়ে দাঁড়িয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার তেহরানে সংবাদ সম্মেলনে বলেছেন, “যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন বারবার সর্বোচ্চ দাবি তুলে ধরে আলোচনার কোনো সুযোগই রাখে নি।” তিনি আরও বলেন, “মৌলিক স্বার্থ রক্ষা করতে সমান ও ন্যায্য আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তুতির চিহ্ন দেখা যাচ্ছে না।”
আরাঘচি জানান, প্রতিবেশী দেশগুলো ইরানের সঙ্গে মধ্যস্থতা করতে এবং শান্তি বজায় রাখতে বিভিন্ন বার্তা পাঠাচ্ছে। পাশাপাশি তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির কাছে একটি চিঠি পৌঁছে দিয়েছেন, যাতে ইরান, গাজায় স্থগিত যুদ্ধবিরতি এবং অন্যান্য বিষয়গুলো সংক্রান্ত আলোচনা রয়েছে।
ইরানীয় কর্মকর্তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এর সঙ্গে যোগাযোগের চ্যানেলও খোলা রাখছে। পররাষ্ট্র মন্ত্রী জানান, “আমাদের পারমাণবিক সমৃদ্ধকরণ সুবিধাগুলোতে হামলার কারণে বর্তমানে কোনো সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে না। তবে আমাদের বার্তা স্পষ্ট: শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার, যার মধ্যে সমৃদ্ধকরণও অন্তর্ভুক্ত, ইরানের মৌলিক অধিকার এবং আমরা এটি অব্যাহত রাখব।”
উল্লেখ্য, গত সপ্তাহে IAEA-এর গোপন রিপোর্ট পশ্চিমা সংবাদমাধ্যমে ফাঁস হয়। রিপোর্টে বলা হয়, জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্থাটি ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যাচাই করতে পারেনি।
এই পরিস্থিতিতে, ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা এখনও অনিশ্চিত।