- ০৪ ডিসেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক | PNN নিউজ:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে সহায়তা করতে তিনি প্রস্তুত, তবে শর্ত একটাই—ওয়াশিংটনের প্রতি তাঁকে হতে হবে “সম্মানজনক ও বাস্তববাদী”।
বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি যদি ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধাশীল না হন, তাহলে সফল হতে পারবেন না। আমি চাই তিনি সফল হোন, আমি চাই শহরটি সফল হোক।” তবে পরক্ষণেই তিনি স্পষ্ট করে দেন—“আমি বলতে চেয়েছি নিউইয়র্ক শহর সফল হোক, ব্যক্তিগতভাবে মামদানি নয়।”
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পরদিনই এই মন্তব্য করেন ট্রাম্প। মঙ্গলবার রাতে মামদানি তাঁর বিজয় ভাষণে ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতার ঘোষণা দেন, যা নিয়ে প্রেসিডেন্ট অসন্তোষ প্রকাশ করেন।
ট্রাম্প বলেন, “তার মন্তব্যটা বিপজ্জনক। তাকে বুঝতে হবে—ওয়াশিংটনকেও সম্মান দেখাতে হবে, না হলে কাজ করা সম্ভব নয়।”
এর আগে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে দেওয়া বক্তৃতায় ট্রাম্প মামদানিকে “কমিউনিস্ট” আখ্যা দিলেও বলেন, “আমরা তাকে সাহায্য করব, শহরটিকে এগিয়ে নিতে সামান্য সহায়তা দেব।”
নির্বাচনের আগে থেকেই মামদানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছিলেন, “যদি ওই ‘কমিউনিস্ট উন্মাদ’ জেতে, তাহলে নিউইয়র্কে ফেডারেল সহায়তা কমানো হতে পারে।”
মামদানি, যিনি ফ্রি চাইল্ডকেয়ার, বিনা ভাড়ায় গণপরিবহন ও রাষ্ট্রীয় মালিকানাধীন খাদ্যদোকানের পক্ষে প্রচারণা চালিয়েছেন, নিজেকে “গণতান্ত্রিক সমাজতন্ত্রী” হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর বক্তব্য, “আমি জনগণের পক্ষে, কোনো মতাদর্শিক চিহ্নের পক্ষে নয়।”
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্প ও মামদানির এই সম্ভাব্য মুখোমুখি অবস্থানকে বিশ্লেষকরা নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন—যেখানে একদিকে রয়েছে জাতীয়তাবাদী রক্ষণশীলতা, অন্যদিকে উদীয়মান প্রজন্মের সমাজতান্ত্রিক দাবি-দাওয়ার জোরালো প্রতিধ্বনি।