Tuesday, October 14, 2025

নেপালের সংসদ ভবন দখলে নিয়েছে ছাত্র-জনতা


ছবিঃ নেপালের তরুণ প্রজন্ম (সংগৃহীত)

আসিফ মাহমুদ, স্টাফ রিপোর্টার 

কাঠমান্ডু, ৮ সেপ্টেম্বর ২০২৫:

নেপালে ব্যাপক বিক্ষোভের জেরে রাজধানী কাঠমান্ডুর সংসদ ভবন দখলে নিয়েছে ছাত্র-জনতা। দুর্নীতি, বেকারত্ব, শিক্ষাব্যবস্থার সংকট এবং রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো নেপালের তরুণ প্রজন্ম। শেষ পর্যন্ত আজ তারা সংসদ ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ হাতে নেপালের জাতীয় পতাকা, প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে রাস্তায় নামেন। “Stop Corruption”, “We Want Integrity”, এবং “Gen Z for Change” লেখা পোস্টার হাতে নিয়ে বিক্ষোভকারীরা দুর্নীতিবাজ রাজনীতিবিদদের পদত্যাগের দাবি জানান।

সংসদ ভবনের ভেতরে প্রবেশের সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং কিছু এলাকায় লাঠিচার্জ চালায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, বহু বছর ধরে নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকে জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। তরুণ প্রজন্ম দাবি করছে—অবিলম্বে সুশাসন, কর্মসংস্থান এবং শিক্ষাব্যবস্থার সংস্কার নিশ্চিত করতে হবে।

অন্যদিকে সরকার বলছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সংসদ ভবন ছাড়বেন না।

বিশ্লেষকদের মতে, নেপালের এই তরুণ আন্দোলন দেশটির ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন