- ১৩ অক্টোবর, ২০২৫
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে, বুধবার রাতে ইরানের নাতাঞ্জ শহরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এক বিবৃতিতে জানিয়েছে, ওই স্থাপনাটি পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ ও উপকরণ সংরক্ষণের কেন্দ্র ছিল।
আইডিএফ-এর ভাষ্য অনুযায়ী, “এই স্থাপনায় এমন প্রকল্প চালানো হচ্ছিল যা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নিতে সাহায্য করছিল। তাই এই হামলা ছিল প্রয়োজনীয় ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে।”
নাতাঞ্জ শহরের এই স্থাপনাটি ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর অন্যতম। এর আগেও এই স্থাপনাটি বিভিন্ন সময় হামলার লক্ষ্য হয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) প্রধান জানান, শুক্রবারের হামলায় নাতাঞ্জে থাকা সেন্ট্রিফিউজগুলো "মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত" হয়েছে, যদিও সম্পূর্ণ ধ্বংস হয়নি।
ইসরায়েল দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে শান্তিপূর্ণ শক্তি উৎপাদনের বাইরে নিয়ে গিয়ে অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। তাদের মতে, ইরানের ইউরেনিয়ামের মজুদ এখন এমন মাত্রায় পৌঁছেছে, যা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে।
এদিকে, ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। রবিবার, ইরান জাতিসংঘের আণবিক সংস্থা IAEA-র ৩৫ জাতির বোর্ডের কাছে একটি জরুরি নিন্দা প্রস্তাব তোলার আহ্বান জানিয়েছে এবং ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা কেবল দ্বিপাক্ষিক উত্তেজনা নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যজুড়ে পারমাণবিক ঝুঁকির আশঙ্কাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে।
নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ,আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ছবিঃসংগৃহীত