- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | আন্তর্জাতিক:
মানবদেহের কঙ্কাল ও সংরক্ষিত নমুনা প্রদর্শনের নৈতিকতা নিয়ে দুই বছরেরও বেশি সময় ধরে চলা বিতর্কের পর যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মুটার মিউজিয়াম নতুন নীতিমালা ঘোষণা করেছে।
ফিলাডেলফিয়াভিত্তিক এই জাদুঘর কর্তৃপক্ষ গত সপ্তাহে জানায়, ভবিষ্যতে তারা সংগ্রহশালার মানবদেহ ও কঙ্কাল প্রদর্শনের ক্ষেত্রে ‘প্রসঙ্গভিত্তিক উপস্থাপন’ (contextualize) করবে এবং সম্ভব হলে তাদের পরিচয় প্রকাশ (de-anonymize) করার পদক্ষেপ নেবে।
সমালোচকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, নামহীন কঙ্কাল বা মানবদেহ প্রদর্শন করা নৈতিকতার পরিপন্থী এবং মৃতদের মর্যাদাহানিকর। অন্যদিকে, সমর্থকরা বলছেন— চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস, গবেষণা এবং শিক্ষার জন্য মুটার মিউজিয়ামের অবদান অস্বীকার করা যায় না।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নতুন নীতিমালার মাধ্যমে প্রদর্শনীগুলোকে আরও মানবিক ও তথ্যসমৃদ্ধ করতে চাইছে। এতে মৃতদের পরিচয়কে সম্মান জানানো হবে এবং দর্শনার্থীরা ঐতিহাসিক প্রেক্ষাপটও জানতে পারবেন।