Tuesday, October 14, 2025

মার্কিন সেনা আবাস লক্ষ্য করে ড্রোন হামলা, আরবিলে উত্তেজনা


ফাইল ছবিঃ ড্রোন হামলা (সংগৃহীত । ইন্টারনেট )

ইরাকের আরবিল বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাসস্থল লক্ষ্য করে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়। নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাত ৯টা ৫৮ মিনিটে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন ভূপাতিত করা হয়। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, এই এলাকায় ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জিহাদি-বিরোধী জোটের সেনারা অবস্থান করছেন।

আন্তর্জাতিক জিহাদিবিরোধী জোটের সামরিক ঘাঁটিসহ আরবিল বিমানবন্দরে পূর্ববর্তী বছরগুলোতেও বারবার রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছিল। সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন করে আক্রমণ শুরু হয়েছে। সর্বশেষ এই ড্রোন হামলাটি তারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন