Tuesday, October 14, 2025

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন জোহরান মামদানি, তীব্র আক্রমণে ট্রাম্প


ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি মার্কিন মুলুকে ইতিহাস তৈরি করেছেন। নিউইয়র্ক শহরের ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে (প্রাথমিক বাছাইয়ে) বিপুল ভোটে জয়ী হয়ে তিনি মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছেন। যদি তিনি নির্বাচিত হন, তাহলে ৩৩ বছর বয়সী মামদানি হবেন নিউইয়র্কের ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ এবং প্রথম মুসলিম মেয়র।

মামদানির এই জয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির চেহারা, কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়ে বিদ্রূপ করেছেন। তাকে ‘শতভাগ পাগল কমিউনিস্ট’ বলেও তীব্র কটাক্ষ করেছেন।

এক পোস্টে ট্রাম্প লিখেছেন, "জোহরান মামদানি শতভাগ পাগল কমিউনিস্ট, ডেমোক্রেটিক দলের প্রাইমারি জিতে এখন তিনি মেয়র হওয়ার পথে। এর আগেও আমরা উগ্র বামপন্থীদের দেখেছি, তবে এটা রীতিমতো হাস্যকর হয়ে উঠেছে। তিনি দেখতে ভয়ংকর, বিরক্তিকর কণ্ঠ, তাঁর বুদ্ধিসুদ্ধিও খুব একটা নেই।"

আরেক পোস্টে ট্রাম্প জোহরানকে সমর্থন দেওয়া কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের নিয়েও উপহাস করেন। বিশেষ করে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে নিয়ে উপহাস করেছেন। এ ছাড়া ট্রাম্প সিনেটে সংখ্যালঘু নেতা চাক শুমারকে ‘আমাদের মহান ফিলিস্তিনি সিনেটর’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, "কান্নাকাটি করা চাক শুমার জোহরানের পেছনে ঘুরঘুর করছেন।"


ডোনাল্ড ট্রাম্প ও জোহরান মামদানিছবি: এপি ও এএফপি

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন