- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্ট
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর জন্য অ্যালকোহল ও মাদক পরীক্ষাকে বাধ্যতামূলক করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিরাপত্তার মানোন্নয়ন এবং যাত্রীসেবায় আস্থা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কুয়েত টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠানের কর্মীদের মেডিকেল স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে। বিশেষত, যেসব কর্মীর লাইসেন্স কর্তৃপক্ষের মাধ্যমে ইস্যু করা হয়েছে তাদের জন্য এই পরীক্ষা বাধ্যতামূলক। পরীক্ষার আওতায় থাকবে মাদকদ্রব্য, সাইকোট্রপিক পদার্থ এবং অ্যালকোহল।
এ প্রক্রিয়া অনুমোদিত চিকিৎসা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং আগামী মাসের মধ্যেই তা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার প্রমাণপত্র জমা দিতে হবে। এতে পরীক্ষার রিপোর্ট বা অনুমোদিত মেডিকেল সনদপত্র অন্তর্ভুক্ত থাকবে।
ইতোমধ্যে বিমানবন্দরের একটি প্রতিষ্ঠান তাদের টেকনিক্যাল লাইসেন্সধারী কর্মীদের জানিয়েছে যে, সোমবার থেকেই পরীক্ষা শুরু হচ্ছে। পাশাপাশি স্পষ্ট করা হয়েছে—যদি কোনো কর্মী পরীক্ষায় অংশ নিতে অস্বীকার করেন, তবে তা সরাসরি পজিটিভ ফলাফল হিসেবে গণ্য করা হবে।
বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, নতুন এ নীতি বাস্তবায়নের মূল লক্ষ্য হচ্ছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ নিরাপত্তা মানসম্পন্ন রাখা এবং মধ্যপ্রাচ্যের প্রধান আঞ্চলিক হাব হিসেবে যাত্রী ও ব্যবহারকারীদের আস্থা অটুট রাখা।