Tuesday, October 14, 2025

কাতারের পাইলটদের প্রশিক্ষণের জন্য আইডাহোতে নতুন বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র


ছবিঃ “আপনারা আমাদের উপর নির্ভর করতে পারেন,” পিট হেগসেথ তার কাতারি সহকর্মী সাউদ বিন আবদুলরহমান আল-থানিকে বলেন। (সংগৃহীত । আল জাজিরা)

স্টাফ রিপোর্টার | PNN:
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ শুক্রবার ঘোষণা করেছেন, কাতার আগামী দিনে আইডাহো রাজ্যের মাউন্টেন হোম এয়ারবেসে একটি বিমানঘাঁটি স্থাপন করতে পারবে। এই ঘাঁটিতে কাতারের পাইলটরা F-15 ফাইটার জেট উড়ানোর প্রশিক্ষণ পাবেন।

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলেছেন, “এটি আমাদের কাতারের সঙ্গে দৃঢ় সহযোগিতার আরেকটি উদাহরণ।” তিনি আরও উল্লেখ করেছেন, কাতার গাজা যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি সংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মাউন্টেন হোম এয়ারবেসে স্থাপিত বিমানঘাঁটিতে কাতারের F-15 জেট ও পাইলটদের উপস্থিতি মিলিত প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। হেগসেথ বলেন, “আমাদের ওপর নির্ভর করতে পারেন।”

যদিও প্রতিরক্ষা সচিব কতগুলি F-15 বিমান স্থাপিত হবে বা ঘাঁটি কখন কার্যকর হবে তা প্রকাশ করেননি।

গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে কাতারের প্রতি যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ আদেশের মাধ্যমে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সম্পর্ক একটি অস্বাভাবিক ও শক্তিশালী বন্ধন হিসেবে পরিগণিত হয়।

উল্লেখ্য, কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদ, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সকল বিমান অপারেশনের সদর দফতর।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন