- ১৩ অক্টোবর, ২০২৫
ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের স্তেপনোহিরস্ক এলাকায় রুশ বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সামরিক প্রশাসনের বরাতে এ তথ্য জানায় টেলিগ্রাম বার্তায়। গত ২৪ ঘণ্টায় রাশিয়া ওই অঞ্চলের ১০টি বসতিতে মোট ৪০৫ বার হামলা চালিয়েছে।
খারকিভ অঞ্চলের চুহুইভ জেলায় রুশ ড্রোন হামলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক প্রসিকিউটরের অফিস। নিহতদের মধ্যে একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ড্রোন, আর একটি মোটরসাইকেলে থাকা এক পুরুষ ও এক নারী প্রাণ হারান। মোটরসাইকেলে হামলাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করছে প্রসিকিউশনের দফতর।
খেরসন অঞ্চলে রুশ বাহিনীর হামলায় আরও একজন নিহত হয়েছেন। এ ছাড়া ঘরবাড়ি, গাড়ি এবং একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান গভর্নর ওলেক্সান্দ্র প্রোকুদিন। জুলাইয়ের ২৭ তারিখে বেরিস্লাভ শহরে গোলাবর্ষণে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডোনেৎস্ক অঞ্চলেও দুটি পৃথক হামলায় ডব্রোপিল্লা ও কস্তিয়ান্তিনিভকা শহরে একজন করে নিহত হয়েছেন বলে জানান গভর্নর ভাদিম ফিলাশকিন।
অন্যদিকে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ) দাবি করেছে, তাদের ড্রোন হামলায় রুশ অধিকৃত ক্রাইমিয়ার সাকি বিমানঘাঁটিতে পাঁচটি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ বাহিনীর হয়ে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভের ভভচানস্ক এলাকায় চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও আফ্রিকার কিছু দেশের ভাড়াটে যোদ্ধারা লড়াই করছে।
এদিকে ইউক্রেনের সেনাবাহিনী স্বীকার করেছে, তাদের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সোচি বিমানবন্দরের একটি জ্বালানি ডিপোতে আগুন লাগে।
এই পরিস্থিতিতে ইউক্রেনজুড়ে নিরাপত্তা এবং মানবিক সংকট আরও গভীরতর হচ্ছে।