- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার টানা হামলায় হতাহত বেড়েই চলেছে। জাপোরিঝঝিয়া অঞ্চলে ৪০৮টি হামলা চালিয়ে পোলোহি জেলায় এক বৃদ্ধকে হত্যা করেছে রুশ সেনারা বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ। পশ্চিমাঞ্চলীয় খমেলনিতস্কি অঞ্চলেও এক ব্যক্তি নিহত হয়েছেন।
কিয়েভ ইন্ডিপেনডেন্টের তথ্যমতে, বুধবার সারাদেশে রুশ হামলায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ডনেতস্কে ১৪ জন ও খেরসনে ১৪ জনের অবস্থা গুরুতর।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ২৪ ঘণ্টায় ১৭০টি ইউক্রেনীয় ড্রোন, পাঁচটি আকাশে নিক্ষিপ্ত বোমা এবং দুটি রকেট ভূপাতিত করেছে। বিপরীতে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা ৪৩০টি রুশ ড্রোন ও ২১টি ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়েছে।
রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় প্রায় ৩০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রাশিয়া দাবি করেছে, তারা খারকিভ অঞ্চলের কুপিয়ান্স্ক শহরের অর্ধেক দখল করেছে। তবে ইউক্রেনের ১০ম সেনা কর্পস জানিয়েছে, এ ধরনের দাবি কেবলমাত্র প্রচারণার অংশ, বাস্তবে রুশ সেনারা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি।
এদিকে, শান্তি আলোচনার প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মস্কোয় বৈঠকে প্রস্তুত। তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা একে “অগ্রহণযোগ্য প্রস্তাব” আখ্যা দিয়ে বলেন, প্রকৃতপক্ষে সাতটি দেশ নিরপেক্ষ স্থানে আলোচনার প্রস্তাব দিয়েছে, যা জেলেনস্কি যে কোনো সময় মেনে নিতে রাজি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে জেলেনস্কিকে সঙ্গে নিয়ে বৈঠকে জানান, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপীয় মিত্ররা প্রস্তুত এবং শান্তিচুক্তি স্বাক্ষরের দিনই এ নিশ্চয়তা কার্যকর হবে।
অন্যদিকে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়ে এটিকে “ভ্রাতৃত্বপূর্ণ দায়িত্ব” বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পোল্যান্ডে সেনা বাড়ানোর ইঙ্গিত দিয়ে দেশটির নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।