Tuesday, October 14, 2025

ইসরায়েলি হামলায় ইরানে আইআরজিসি সদস্য নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি


ইরানের ইয়াজদ প্রদেশে ইসরায়েলি হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। রোববার (২২ জুন) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে। হামলায় আরও বেশ কয়েকজন আইআরজিসি সদস্য আহত হয়েছেন, তবে তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

ইসরায়েল দাবি করেছে, গত ১৩ জুন আকস্মিক হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের অন্তত দুই ডজন সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। এই হামলার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

অন্যদিকে, ইসরায়েল ইরানের পশ্চিম, পূর্ব এবং মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এসব হামলায় ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত এবং মানবচালিত আকাশযানের (ম্যানড-এন্ড-রিমোট সিস্টেম) মাধ্যমে এই হামলাগুলো চালানো হয়েছে। এতে ইরানের সামরিক ঘাঁটিগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার এবং জ্বালানি সরবরাহকারী বিমানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকের মাটিতে নিহত বিপ্লবী গার্ডের জেনারেল কাসেম সোলাইমানির ছবিসংবলিত পোস্টার হাতে ইরানি বিক্ষোভকারী। ছবি : সংগুত্র/সূত্রঃদৈনিক কালবেলা  

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন