- ১৩ অক্টোবর, ২০২৫
PNN সংবাদ ডেস্ক | ১৮ জুন ২০২৫ : ওয়াশিংটন ডিসি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো সরাসরি তার নিজের গোয়েন্দা প্রধানের মতামতের বিরোধিতা করেছেন। জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স) তুলসি গ্যাবার্ড সম্প্রতি কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র নির্মাণ করছে এমন কোনও প্রমাণ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর হাতে নেই।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প সেই মূল্যায়নকে সরাসরি নাকচ করে দিয়ে সাংবাদিকদের বলেন, “আমি পাত্তা দিই না ও কী বলেছে। আমি মনে করি, ইরান খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল পারমাণবিক অস্ত্র বানানোর।”
এই মন্তব্য তিনি করেছেন এয়ার ফোর্স ওয়ান-এ, কানাডার G7 সম্মেলন থেকে ফিরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, তিনি মনে করেন ইরান কতটা কাছাকাছি রয়েছে একটি পরমাণু অস্ত্র অর্জনের ক্ষেত্রে? জবাবে ট্রাম্প বলেন, “খুব কাছাকাছি।”
ট্রাম্পের এই অবস্থান স্পষ্টভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র দাবি সমর্থন করে, যিনি সম্প্রতি ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় চালানো ইসরায়েলি বিমান হামলার পক্ষে যুক্তি দিয়েছেন। নেতানিয়াহু দাবি করেন, ইরান আসন্ন হুমকি হয়ে উঠছে এবং দ্রুত অস্ত্র উৎপাদনের পথে রয়েছে।
এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তির (JCPOA) অংশীদার দেশগুলোর মধ্যে, যারা এখনো কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান করছে।
তুলসি গ্যাবার্ড, সাবেক কংগ্রেস সদস্য এবং সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সম্প্রতি কংগ্রেসে সাক্ষ্য দেন যে, ইরান বর্তমানে কোনও পরমাণু ওয়ারহেড তৈরি করছে না বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একমত।
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অনেকের কাছেই ইঙ্গিত দেয় যে, তিনি তার প্রশাসনের মধ্যে কড়া অবস্থান গ্রহণকারী গোষ্ঠীর দিকে ঝুঁকেছেন, এবং ইসরায়েলপন্থী অবস্থান গ্রহণ করেছেন।
এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। অনেকে আশঙ্কা করছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণ হতে পারে। এখন নজর থাকবে ইরানের প্রতিক্রিয়ার দিকে—তারা এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেয়।
রিপোর্ট: PNN আন্তর্জাতিক ডেস্ক | সূত্র: রয়টার্স
ছবি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নথিতে স্বাক্ষর করছেন, পাশে দাঁড়িয়ে আছেন তুলসি গ্যাবার্ড — জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন। স্থান: হোয়াইট হাউজের ওভাল অফিস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। তারিখ: ১২ ফেব্রুয়ারি, ২০২৫। (রয়টার্স/নাথান হাওয়ার্ড/ফাইল ফটো)