Tuesday, October 14, 2025

ইরানের নিশানায় কেন ইসরায়েলের হাইফা শহর: কৌশলগত বার্তা না কি প্রতিশোধের অংশ?


মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের উপকূলীয় শহর হাইফাকে ইরান সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে—এমন আশঙ্কা জোরালো হয়েছে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে। বিশ্লেষকদের মতে, এই শহর শুধু প্রতীকী নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ওপর হামলা মানে ইসরায়েলের ভেতরে সরাসরি এক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া।

হাইফা ইসরায়েলের অন্যতম প্রধান বন্দরনগরী এবং সেখানে অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ শিল্প কারখানা, জ্বালানি শোধনাগার ও সামরিক স্থাপনা। ফলে এই শহরে হামলা চালানোর হুমকি ইরানের পক্ষ থেকে কেবল প্রতিশোধ নয়, বরং ইসরায়েলকে অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল করে তোলার এক ধরনের কৌশলও হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা ও গোয়েন্দা অভিযানের জবাবে ইরান হাইফাকে টার্গেট হিসেবে তুলে ধরে এক ধরনের বার্তা দিতে চাইছে—যা শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদেরও সতর্ক করছে।


এছাড়া হাইফা শহরে বসবাসরত বহু বেসামরিক নাগরিক থাকায় সেখানে হামলার হুমকি আন্তর্জাতিক মহলের কাছে মানবিক উদ্বেগও সৃষ্টি করছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা এখনো অনিশ্চিত। তবে হাইফাকে নিশানা করার ইঙ্গিত ইরান-ইসরায়েল উত্তেজনার এক নতুন ও বিপজ্জনক মাত্রা তৈরি করেছে—যা শুধু দুই দেশ নয়, গোটা অঞ্চলকেই বিপদের মুখে ফেলতে পারে।


ছবিঃ ইসরায়েলের হাইফা বন্দর ফাইল ছবি: রয়টার্স


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন