- ১৩ অক্টোবর, ২০২৫
ইরানের খোররামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আল-জাজিরার খবরে এই তথ্য উঠে এসেছে।
স্থানীয় সংবাদমাধ্যম নুর জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সেনা নিহত হয়েছেন।
গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলি সামরিক বাহিনী একের পর এক হামলা চালিয়ে আসছে। এসব হামলায় ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনসহ ইরানের বিভিন্ন সরকারি দপ্তর ও বেসামরিক স্থাপনাও হামলার শিকার হয়েছে। এই নতুন হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধারকাজ করছেন জরুরি পরিষেবার কর্মীরা। ১৬ জুন, ইসরায়েলের তেল আবিবেছবি: রয়টার্স