- ১৩ অক্টোবর, ২০২৫
মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে চালানো হামলার কড়া সমালোচনা করেছে লাতিন আমেরিকার একাধিক দেশ, যেখানে কিছু দেশ উদ্বেগ প্রকাশ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।
কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল শনিবার রাতে এক্স-এ দেওয়া একটি পোস্টে বলেন, এই ধরনের হামলা ওই অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত করতে পারে। তিনি জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, যা মানবজাতিকে আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছে।
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচও এই হামলার নিন্দা জানিয়ে এক্স-এ লেখেন, তাদের অবস্থান শান্তির পক্ষে।
ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে “ইরানের ওপর সামরিক আগ্রাসন” হিসেবে আখ্যায়িত করে এর প্রতিবাদ জানায়।
এদিকে, কিছু দেশ উত্তেজনা হ্রাস এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংকট নিরসনের সবচেয়ে দায়িত্বশীল এবং টেকসই পথ হলো আবারো আলোচনায় ফেরা।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক্স-এ পোস্ট করে বলেছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই অঞ্চলের দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান পুনঃপ্রতিষ্ঠা করা।
যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে কিউবা-চিলি-ভেনেজুয়েলা, শান্তির পক্ষে মেক্সিকো ও কলম্বিয়া; ছবিঃ আমার দেশ