Tuesday, October 14, 2025

ইরান-ইসরায়েল উত্তেজনায় যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থান: পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকি, আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ


পাঁচ দিনের টানা হামলা-পাল্টা হামলার পরে মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা—বিশেষ করে ইরান ও ইসরায়েল দ্বন্দ্বে এবার যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট এবং আগ্রাসী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি ইরানের আত্মসমর্পণ" দাবি করে জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।মঙ্গলবার রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "ইরান জানে তারা শেষ সীমায় চলে এসেছে।


আমরা জানি ওদের ‘সুপ্রিম লিডার’ কোথায় আছে।" একই সঙ্গে তিনি সোশ্যাল’-এ নিজের বার্তায় বড় অক্ষরে লেখেন: “UNCONDITIONAL SURRENDER”—এ যেনো এক সরাসরি যুদ্ধের আহ্বান।এমন ঘোষণার পরেই মার্কিন সামরিক বাহিনী ইউরোপ ও মধ্যপ্রাচ্যে দ্রুত বোমারু বিমান এবং রণতরী মোতায়েন শুরু করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ইরানের গভীর গোপন পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্র হয়তো উন্নত বাঙ্কার-ব্রেকার বা সীমিত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ মন্তব্য করেছেন, “ইরান যদি পিছু না হটে, তাহলে যৌথ সামরিক পদক্ষেপ বিবেচনায় থাকবে।


ইসরায়েল একা এই পরমাণু কর্মসূচ্য ধ্বংস করতে পারবে না।” ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “এই উত্তেজনা মুসলিম অঞ্চলজুড়ে স্থিতিশীলতা বিপন্ন করতে পারে।” ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার আবারো জানিয়েছেন, যুক্তরাজ্য সামরিক অংশগ্রহণে যাবে না।ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র গুদামে হামলা চালিয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত এবং ২০০’র বেশি মানুষ আহত হয়েছে, যাদের অনেকেই নারী ও শিশু। পাল্টা জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যার কিছু ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র তেল আবিব ও হাইফা উপকণ্ঠে আঘাত হানে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টা ‘পরীক্ষামূলক সময়’ হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স সতর্ক করে বলেন, “যুদ্ধ সহজ, কিন্তু দায়ভার দীর্ঘমেয়াদে ভয়াবহ।” একই সঙ্গে তিনি বলেন, “ট্রাম্প সিদ্ধান্ত নিতে পারেন, তবে এবার পুরনো দখলদার নীতির পুনরাবৃত্তি করা হবে না।

”ইরানের পক্ষ থেকে কিছুটা নমনীয় সুর শোনা গেলেও তারা জানিয়েছে, আলোচনা সম্ভব যদি ওয়াশিংটন কূটনীতির পথ খোলা রাখে। তবে মাঠের পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে, তাতে মধ্যপ্রাচ্য আবারো এক সম্ভাব্য যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে।


তামরায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক খতিব পরিবারের চার সদস্যের জানাজায় অংশ নিচ্ছেন স্বজনরা।ছবি: মাহমুদ ইলিয়ান/এপি

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন