Tuesday, October 14, 2025

গাজায় খাদ্য সংকট ও নিহতের সংখ্যা বৃদ্ধি, ইসরায়েলি সেনা বাহিনী বিদেশি সৈন্য নিয়োগের পরিকল্পনায়


ছবিঃ ইসরায়েল গাজার শহরে হামলা তীব্র করছে, ক্ষুধার্ত প্যালেস্টিনীয়রা পালানোর পথে (সংগৃহীত)

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অস্বাস্থ্যকর খাদ্যাভাবে মৃত্যু হয়েছে পাঁচ প্যালেস্টিনীয়ের, যার মধ্যে দু’জন শিশু। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলকে অভিযুক্ত করেছে গাজার মানুষকে “উদ্দেশ্যমূলকভাবে ক্ষুধার্ত রাখার” জন্য।

এদিকে, ইসরায়েল গাজার সবচেয়ে বড় শহরে আক্রমণ তীব্র করছে। সোমবার ভোর থেকে সারা গাজা স্ট্রিপে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, এর মধ্যে চারজন ছিল সহায়তার জন্য বের হওয়া মানুষ।

অন্যদিকে, ইসরায়েলের সেনা বাহিনী সৈন্য ঘাটতি পূরণের জন্য বিদেশি যুবক-যুবতীদের নিয়োগের পরিকল্পনা করছে। আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনা বাহিনীতে বর্তমানে ১০ থেকে ১২ হাজার সৈন্যের ঘাটতি দেখা দিয়েছে। প্রধানত আল্ট্রা-অর্থডক্স ইয়হুদি (হ্যারেদি) সম্প্রদায়ের তরুণরা বাধ্যতামূলক সেনা সেবায় অংশ নিচ্ছে না। হ্যারেদিরা তাদের জীবন পুরোপুরি তোরা অধ্যয়ন ও ধর্মীয় জীবনযাপনে উৎসর্গ করেছে।

প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর হ্যারেদিদের ব্যাপক ছাড় প্রদানের প্রস্তাব ইতোমধ্যেই বিতর্কে ঘেরা। বিরোধী দল ও কউলিশনের কিছু সদস্য এ প্রস্তাবকে বৈষম্যমূলক হিসেবে সমালোচনা করেছেন।

সেনা বাহিনী বিশেষভাবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রধান ইয়হুদি সম্প্রদায়ের মধ্যে যুবক-যুবতীদের নিয়োগের পরিকল্পনা করছে, যা প্রতি বছরে প্রায় ৭০০ নতুন সৈন্য যোগ করতে সহায়ক হবে।

সৈন্য ঘাটতি ছাড়াও ইসরায়েলের সশস্ত্র বাহিনী যন্ত্রপাতি ঘাটতি এবং সংরক্ষিত সৈন্যদের দীর্ঘ সময় যুদ্ধের কারণে মানসিক ও শারীরিক চাপের সমস্যার মুখোমুখি হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন