Tuesday, October 14, 2025

গাজায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন নিহত, লেবাননে ড্রোন হামলায় শিশুসহ আহত ২


ছবিঃ ফিলিস্তিনিরা গাজার পশ্চিমাঞ্চলের আল-বাকা ক্যাফেটেরিয়ায় ইসরায়েলি হামলার স্থান পরিদর্শন করছেন (সংগৃহীত । মাহমুদ ইসা/রয়টার্স)

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ৬,২০০ ছাড়িয়ে গেছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন নিহত হয়েছেন। একই সময়ে, লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশুসহ দু'জন আহত হয়েছেন।

আল জাজিরার হাসপাতাল সূত্র মতে, গাজায় গত ভোর থেকে নিহত ২৪ ফিলিস্তিনির মধ্যে ১১ জন ত্রাণপ্রার্থী ছিলেন। সোমবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে এ পর্যন্ত ৬,২০৩ জন নিহত এবং ২১,৬০৯ জন আহত হয়েছেন। এই ব্যাপক প্রাণহানি এবং মানবিক সংকট আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

অপর একটি সংবাদ, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশুসহ দু'জন সামান্য আহত হয়েছেন। নাবাতিয়েহ জেলার জাবাল আল-আহমার এলাকার সড়কের পাশের একটি বাড়িতে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এই ড্রোন হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে আসছে।

জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল বরাবরই নিজেদের সুরক্ষার অজুহাত দিয়ে হামলা চালিয়ে যাওয়ার কথা বলছে। এই দুটি ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং সংঘাতের বিস্তৃতিকে আরও প্রকট করে তুলেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন