Friday, December 5, 2025

ফ্রান্সে রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজনের বিরুদ্ধে ব্যবস্থা


ছবিঃ প্যারিসের উত্তরাঞ্চলীয় উপশহর লা কুরনুভের পুলিশ স্টেশনের বাইরে একটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। (সংগৃহীত । আল জাজিরা । ক্লোতিল্ড গুরলে/এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তি ও যুদ্ধকালীন প্রচার চালানোর অভিযোগে ফ্রান্সে চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে তিনজনকে আটক রাখা হয়েছে এবং একজনকে কড়া নজরদারিতে রেখেছে আদালত।

ফরাসি প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৪০ বছর বয়সী এক রুশ নাগরিক, যাকে সম্প্রতি প্যারিসের আর্ক দে ত্রিয়ঁফে রাশিয়া-পক্ষীয় পোস্টার লাগাতে দেখা যায়। এছাড়া গ্রেফতার হয়েছেন ফ্রান্সে কার্যকর থাকা রুশপন্থী সংগঠন ‘এসওএস ডনবাস’-এর নারী প্রধান এবং প্যারিসের উপকণ্ঠ থেকে ৬৩ বছর বয়সী আরেক ব্যক্তি।

চতুর্থ সন্দেহভাজন, বয়স ৫৮, যদিও আটক হননি, তবে তিনি কড়া পুলিশি তত্ত্বাবধানে রয়েছেন এবং প্রতি সপ্তাহে পুলিশের কাছে রিপোর্ট করার নির্দেশ পেয়েছেন।

ফরাসি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ডিজিএসআই জানায়, এসওএস ডনবাসের নেতৃত্বে থাকা ওই নারীকে বছরের শুরু থেকেই নজরদারিতে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে “বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ”–সহ বিভিন্ন অভিযোগে গত মার্চে বিস্তারিত তদন্ত শুরু হয়। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে।

তদন্তকারীরা মনে করছেন, ওই নারী ফরাসি ব্যবসায়ীদের কাছ থেকে অর্থনৈতিক তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন, যা রাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।

এ ঘটনায় ইউরোপজুড়ে রুশ গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিভিন্ন দেশে নাশকতা, গোয়েন্দা তৎপরতা ও সাইবার হামলার আশঙ্কা বাড়ছে।

গত এক মাসে যুক্তরাজ্যে তিনজনকে রুশ গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে লন্ডনে ওয়াগনার গ্রুপের নির্দেশে অগ্নিসংযোগের ঘটনায় দুই তরুণকে দীর্ঘমেয়াদি সাজা দেওয়া হয়েছে। এর আগে তিন বুলগেরিয়ানকে যুক্তরাজ্যে রুশ গোয়েন্দা ইউনিটের সদস্য হিসেবে দোষী সাব্যস্ত করা হয়।

অন্যদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি অভিযোগ করেন, স্কটল্যান্ডের কাছে ব্রিটিশ নজরদারি বিমানে রুশ গোয়েন্দা জাহাজ ইয়ানতার থেকে লেজার নিক্ষেপ করা হয়েছিল যা তিনি “বেপরোয়া ও বিপজ্জনক” কর্মকাণ্ড বলে উল্লেখ করেন।

এদিকে সুইজারল্যান্ডের গোয়েন্দা সংস্থাও জানিয়েছে, দেশটি বর্তমানে রুশ গুপ্তচরদের কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। তাদের ধারণা, দেশটিতে রাশিয়ার অনুমোদিত কূটনৈতিক কর্মীদের এক-তৃতীয়াংশই গোয়েন্দা হিসেবে কাজ করছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গত দুই বছরে ব্রিটিশ জলসীমায় রুশ নৌচলাচল ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ন্যাটোও ইউক্রেন সীমান্তবর্তী রাষ্ট্রগুলোতে বিমান টহল জোরদার করেছে। পোল্যান্ড গত মাসে রুশপক্ষীয় গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে।

২০২৪ সালের ডিসেম্বরে ফিনল্যান্ড একটি রুশ-সম্পৃক্ত জাহাজ আটক করে, যেটি ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মাঝে সমুদ্রতলের যোগাযোগ লাইন ক্ষতিগ্রস্ত করার অভিযোগের মুখে পড়ে।

রাশিয়া অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলছে, পশ্চিমা দেশগুলো কোনো সমস্যা হলেই মস্কোর ওপর দোষ চাপায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন