Tuesday, October 14, 2025

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বানে পশ্চিমা দেশগুলোর সম্মিলিত বার্তা


মাল্টার রাজধানী ভালেত্তায় ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

ফ্রান্স, স্পেন, নরওয়ে, ফিনল্যান্ডসহ ১৫টি পশ্চিমা দেশ বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সম্মিলিত আহ্বান জানিয়েছে। নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের পর এই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে অনুষ্ঠিত সম্মেলনে ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে সভাপতিত্ব করে। এর পরদিন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এক্স (সাবেক টুইটার)-এ লিখেন, “নিউইয়র্কে আরও ১৪টি দেশের সঙ্গে ফ্রান্স একত্রে একটি বার্তা দিচ্ছে: আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। যারা এখনও স্বীকৃতি দেয়নি, তাদের আমরা এই উদ্যোগে যোগ দিতে আহ্বান জানাই।”

যৌথ বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে পুনরুজ্জীবিত করা এবং মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সংগত ও স্থায়ী শান্তির পথ সুগম করা।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, আগামী সেপ্টেম্বরেই ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর তীব্র বিরোধিতা করে।

একই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সতর্ক করে বলেন, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাজ্যও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করবে।

অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ আরও নয়টি দেশ যারা এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি, তারাও বিষয়টি "ইতিবাচক বিবেচনায়" রেখেছে বলে জানিয়েছে।

এছাড়াও, সম্মেলনে অংশ নেওয়া ১৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগ একসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছে। তারা হামাসকে নিরস্ত্রীকরণের এবং গাজায় তার কর্তৃত্বের অবসান ঘটানোর আহ্বানও জানিয়েছে।

এই সম্মিলিত প্রচেষ্টা আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আরও জোরালো করল বলে বিশ্লেষকদের ধারণা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন