- ১৩ অক্টোবর, ২০২৫
আগামী শুক্রবার আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার মূল উদ্দেশ্য ইউক্রেনে চলমান তিন বছরের যুদ্ধের অবসান ঘটানো।
বৈঠকে ‘ভূখণ্ড বিনিময়’ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে রাশিয়া বর্তমানে অধিকৃত কিছু ইউক্রেনীয় অঞ্চল ধরে রাখতে পারে, তবে সব নয়। ট্রাম্প হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “রাশিয়া ইউক্রেনের একটি বড় অংশ দখল করেছে, যার কিছু অংশ আমরা ইউক্রেনকে ফেরত দেওয়ার চেষ্টা করব।”
তবে এই প্রস্তাবের মানে দাঁড়ায় যে, ইউক্রেনকে তার নিয়ন্ত্রণে থাকা কিছু ভূখণ্ড ত্যাগ করতে হতে পারে—যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।
পুতিন এর আগে জানিয়েছিলেন, তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান, যার মধ্যে লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝঝিয়া এবং খেরসন অন্তর্ভুক্ত। এর কিছু অংশ ২০২২ সালে এবং ক্রিমিয়া ২০১৪ সালে রাশিয়া দখল করে নেয়।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা এমন একটি চুক্তির দিকে অগ্রসর হচ্ছেন যা যুদ্ধকে ‘স্থবির’ করবে এবং মস্কোকে বর্তমানে দখলকৃত ভূখণ্ড ধরে রাখার সুযোগ দেবে।